ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
দুর্নীতি মামলায় কারাগারে থাকা খান মো. নুরুল ইসলামকে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
তিনি জানান, বুধাবর দুপুরে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে খান মো. নুরুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করার হয়। তার পদে কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেবকে চলতি দায়িত্ব দেয়া হয়।
প্রসঙ্গত, বরিশাল পৌরসভা থাকাকালীন তৎকালীন পৌরসভা চেয়ারম্যান ও বিসিসি’র সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও খান মো: নুরুল ইসলাম অপর আসামিদের যোগসাজশে ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০০০ সালের ১১ অক্টোবর দুদক মামলা দায়ের করেন।
এ বছরের ৯ নভেম্বর মামলার রায়ে আহসান হাবিব কামাল ও খান মো: নুরুল ইসলামসহ ৫ জনকে ৭ বছরের কারাদণদ দেন আদালত। বর্তমানে তারা বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network