ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪
প্রতিদিন ডেস্ক।। টানা দুই ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা ফের চালু হয়েছে। চিকিৎসা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা দুই ঘণ্টা বন্ধ ছিল।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার খোলার কথা থাকলেও তা খোলে সকাল ১০টায়। এতে রোগী ও স্বজনদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।
একাধিক রোগী ও তাদের স্বজনরা বলেন, সোমবারও চিকিৎসা নিতে এসে নিতে পারেননি তারা। তখন তারা জানতে পারেন চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। আজ সকালে আসার পরও দেখেন চিকিৎসাসেবা বন্ধ।
উপায় না পেয়ে তারা চিকিৎসকের কক্ষের সামনে দাড়িয়ে ছিলেন। কারণ তারা বহির্বিভাগের টিকিট কিনতে পারেননি। দুই ঘণ্টা পর আবার টিকিট বিক্রি শুরু হয়। এ ভোগান্তি থেকে তারা দ্রুত মুক্তি চান।
সকাল ১০টার পর বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মধ্যে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এম এম সাইফুল ইসলাম বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে সোমবার বহির্বিভাগ বন্ধ থাকে। তবে মঙ্গলবার স্বল্প পরিসরে সেবা চালু করা হয়েছে।
পাশাপাশি যারা বহির্বিভাগে সেবা নিতে আসছেন, তাদের সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে হাসপাতালের জরুরি সব সেবা চালু রয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network