ঢাকা ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
দৌলতখান (ভোলা) প্রতিনিধি॥
ভোলার দৌলতখানে চৈতি ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রকে ধাক্কা দিলে মাহিন্দ্রটি পথচারী তানজিদ (১৫)কে সহ রাস্তার পাশের ডোবায় পরে যায়। এতে পথচারী তানজিদ ঘটনাস্থলেই মারা যায়। জানা যায় নিহত তানজিদ চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে। এঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। এসময় বাস ও মাহিন্দ্রে থাকা অন্তত আরো ২০জন যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে বরিশালে প্রেরণ করা হয়েছে।
যাত্রীবাহি বাসটি গাছের সাথে ধাাক্কা খেয়ে দুমরে মুচরে যায়। প্রথমে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে দৌলতখান ফায়ারসার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। আজ বুধবার দুপুর ৩টায় দৌলতখান বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহি বাসটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network