নিশিরাতের অনির্বাচিত সরকার অত্যাচার করে মানুষের ঘৃণা কুড়িয়েছে- মেজর (অব.) হাফিজ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

নিশিরাতের অনির্বাচিত সরকার অত্যাচার করে মানুষের ঘৃণা কুড়িয়েছে- মেজর (অব.) হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, নিশিরাতের অনির্বাচিত সরকার বাংলাদেশের মানুষের উপর অত্যাচার-নির্যাতন করে এমনভাবে ঘৃণা কুড়িয়েছেন যে, মানুষ এখন তাদের
দেখলে ক্ষিপ্ত হয়ে ওঠে। সম্প্রতি সময়ে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতাদের আদালতে ওঠানোর সময় তাদের উপর জুতা-স্যান্ডেল নিক্ষেপ করতে দেখা যায়।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোলা-৩ নির্বাচনী এলাকা লালমোহনে এক পথসভায় মেজর (অব.) হাফিজ দলীয় নেতা কর্মীদের উদ্যেশ্যে বলেন, কারো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারা যাবে না। কোনো প্রকার চাঁদাবাজী করা যাবে না, যাতে বিএনপি’র মুখে চুন কালি পরে। কারন বিএনপি এখনও ক্ষমতায় যায়নি। ক্ষমতায় যেতে হলে আমাদেরকে একটি নির্বাচন করতে হবে।চলমান পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং সাংগঠনিক বিষয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ সমসাময়িক বিষয়ে এ সফরে আসেন মেজর (অব.) হাফিজ।

ঢাকা থেকে লঞ্চযোগে বুধবার সকালে নির্বাচনী এলাকায় গেলে তাকে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানান। পরে স্থানীয় নাজিরপুর বাজারে এক পথসভায় বক্তৃতা করেন মেজর (অব.) হাফিজ। এ সময় উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন