বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর বেলস পার্কের নামকরণ পরিবর্তন করে শেখ হাসিনা পতন আন্দোলনের বীর নগরীর সাধারণ ছাত্র শহীদ আব্দুল্লাহ আল-আবির উদ্যান ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বাধ রোডে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

স্বাধীনতা ফোরামের বরিশাল জেলার সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বক্ততা করেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আমিন ফরিদ, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুল সাকিব, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ অন্যান্যরা।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তনের দাবি জানান। অন্যথায় এ দাবি বাস্তবায়নে বরিশাল বাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন। ১৯ জুলাই আন্দোলন চলাকালীন ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল আবির। সে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টাফ ছিলেন।বিএনপি’র আমলে এ উদ্যানটির নামকরন করা হয় বেলস পার্ক নামে এবং আওয়ামী লীগ আমলে নামকরন করা হয় বঙ্গবন্ধু উদ্যান।

সংবাদটি শেয়ার করুন