ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর পেশার সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
বুধবার দুপুর সাড়ে তিনটায় নতুন ডাকবাংলো হলরুমে এই মতবিনিময় সভা করেন। এর আগে উপজেলার হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে স্বাগতম স্তম্ভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও ভোলা জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় বক্তারা জরার্জীণ বেড়ীবাঁধ সংস্কার, জলদস্যু, বিদ্যুৎ ও বঙ্গবন্ধু চিন্তানিবাস কেন্দ্রিক পর্যটন কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবী করেন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষ।
পরে ভারপ্রাপ্ত ইউএনও সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার দ্বীপের সকল সমাধানে চেষ্ঠা করবেন বলে আশ্বস্ত করেন।
এই সময়ের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশাল বিভাগের পরিচালক মোঃ সোহরাব হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, ভোলা উপজেলা ইউএনও মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, ওসি সাখাওয়াত হোসেন, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়া, ইউপি চেয়পারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, অলি উল্লাহ কাজল, আমানত উল্লা আলমগীর, স্কুলের প্রধান শিক্ষকগণ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণীর মানুষরা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network