বরিশালে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদন্ড

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি কাজে বাঁধা প্রদান করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নান্নু বালী নামের এক যুবককে সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত নান্নু বালী জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মানিক বালীর ছেলে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারের বন্দোবস্ত দেওয়া খাস জমি অবৈধভাবে দখল করা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নান্নু বালীকে সাতদিনের কারাদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন