বরিশালে শহীদি মার্চ কর্মসূচি পালিত

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

বরিশালে শহীদি মার্চ কর্মসূচি পালিত

শামীম আহমেদ ॥ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একমাস পূণৃ হওয়ায় শহীদ ছাত্র জনতার স্মরনে শহীদি মার্চ কর্মসূচি পালন করে বরিশাল বিএম কলেজ, সরকারী হাতেম আলী কলেজ, সরকারী বরিশাল কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী গণ।

বৃহস্পতিবার (৫) সেপ্টেম্বর বেলা ১২ টায় কেন্দ্রীয় কর্মসূচি অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল হিসাবে বিএম কলেজের শিক্ষার্থীদের অয়োজনে কলেজের জিরো পয়েন্ট থেকে এক শহীদি মার্চ যাত্রা শুরু করে। এসময় শিক্ষার্থীদের শহীদি মার্চ যাত্রা নগরীর বিএম কলেজ সড়ক থেকে শুরু করে নতুল্লাবাত বাস স্টেশন এলাকায় অবস্থান করে পুনরায় নগরীর সিএন্ডবি সড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর প্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় বিএম কলেজের মাস্টার্স বাংলা বিভাগের শিক্ষার্থী আকবর মোবিন বলেন আমরা যারা সাধারন শিক্ষার্থী কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিলাম স্বৈরাচারী সরকার সেই সময় ছাত্রদের আন্দোলন নস্যাত ও ভিন্নখাতে নেওয়ার জন্য জালিম সরকার সেতার বাহিনী লেলিয়ে দেওয়ার কারনে সেসময় আমাদের অনেক ছাত্র ভাইদের গুলি করে হত্যা করেছিল।তাদের অতি স্মরনীয় করে রাখার জন্যই আজকে আমাদের এই শহীদি মার্চ
কর্মসূচি পালন করছি। এসময় শহীদি মার্চ কর্মসূচিতে আপন দুই ভাইর উপর ভর করে অংশ গ্রহন করে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে চোখ নষ্ট অন্ধ হয়ে যাওয়া আহত শিক্ষার্থী ছাব্বির।

এসময় ছাব্বির বলেন হয়ত আমার চোখ আর ফিরে পাবকিনা জানিনা তবে আমি আশা করব এখন থেকে এদেশটা যেন বৈষম্যহীন শোষন মুক্ত স্বাধিন
বাংলাদেশ হয়ে বিশে^র কাছে পরিচিত হয়ে উঠুক। এখানে আরো উপস্থিত ছিলেন বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির, কামরুল,সাগর,নাঈমুর রহমান,যুবায়ের,সাহাবুদ্দিন সহ বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন