ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ড্রেজার জব্দ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ড্রেজার জব্দ

প্রতিদিন ডেস্ক।। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধার লঞ্চঘাট, সুগন্ধা-বিষখালী মোহনা ও বিষখালী নদী থেকে এসব ড্রেজার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে পাঁচটি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন