ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। নিহত সুলতান খান (৭০) জাঙ্গালিয়া এলাকার মৃত ওয়াজেদ আলি খানের ছেলে। আহতরা হলেন আফজাল হোসেন খান, হেলাল খান, হেলেনা বেগম। তাঁরা সুলতান খানের প্রতিবেশী।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার। নিহতের পুত্রবধূ ফাতিমা ও রুমা বেগম বলেন, প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে তাদের বিরোধ চলছিল এবং আদালতে মামলাও চলমান আছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির, স্বপনসহ কয়েকজন মিলে বিরোধপূর্ণ জমিতে ধানের বীজ রোপণ করতে আসে। এ সময় তাদেরকে বাধা দিলে রুমার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।
রুমাকে তাঁর শ্বশুর সুলতান খান বাঁচাতে আসলে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রুমাসহ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ খান বলেন, সুলতান খানকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network