ফুটস্টেপস বাংলাদেশ লি: এ ব্যাপক ভাঙচুর ও চুরি

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

ফুটস্টেপস বাংলাদেশ লি: এ ব্যাপক ভাঙচুর ও চুরি
প্রতিদিন ডেস্ক।। গত বুধবার ঢাকার আশুলিয়ার জিরাবোতে অবস্থিত ফুটস্টেপস বাংলাদেশ লি: এর অফিস এবং কারখানা প্রাঙ্গণে বহিরাগতদের দ্বারা দাঙ্গা ও চুরির লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, অজ্ঞাতনামা ব্যক্তিদের একটি দল জোরপূর্বক প্রাঙ্গনে প্রবেশ করে, সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করে এবং মূল্যবান সম্পদ চুরি করে। এছাড়া তারা নিরাপত্তা কর্মী এবং অফিসের কর্মীদের মারধর করে। এ সময় কর্মচারী রাফসান জনী পায়ে ফ্র্যাকচার জনিত ইনজুরির কারণে এনাম মেডিকেল কলেজে ভর্তি আছেন। এই ঘটনার আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল চুরি এবং ক্ষয়ক্ষতি হয়েছে।
ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাইফ শাহরিয়ার ইসলাম বলেছেন, ঘটনাটি আমাদের কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি করেছে, এবং আমরা অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের সাথে কাজ করছি। তিনি আরও বলেন, আমরা আমাদের কর্মচারী এবং সম্পদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।আমরা সকলকে অনুরোধ করছি উক্ত ঘটনার বিষয়ে যদি কারো কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে তা আমাদেরকে দিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য।
সংস্থাটি এ বিষয়ে স্থানীয় পুলিশের কাছে একটি প্রাথমিক তথ্য রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়েছে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে৷ সেনাবাহিনী ইতিমধ্যেই প্রাঙ্গণ থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে৷
সংবাদটি শেয়ার করুন