করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে পটুয়াখালীতে বাউল শিল্পী নিয়ে মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে পটুয়াখালীতে বাউল শিল্পী নিয়ে মাঠে  জেলা পরিষদ চেয়ারম্যান

পটুয়াখালী প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে বৈশি^ক করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামনের প্রার্দুভাব দেখা দেয়ার আশঙ্কায় প্রধানমন্ত্র জননেত্রী শেখ হাসিনার আহবানে মানুষকে করোনা মুক্ত রাখার লক্ষ্যে গানের মাধ্যমে জণসচেতনা সৃষ্টির কার্যক্রম হাতে নিয়েছেন জলা পরিষদের চেয়ারম্যান ঢাকা বিশ^বিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মেহন মিয়া।
গতকাল ১৯ নভেম্বর বৃহষ্পতিব্রা বেলা ১১টায় শেখ রাসেল শিশুপার্ক এলাকায় বাউল শিল্পী সেলিনা মোস্তান এর নেতৃত্বে ভ্রাম্যমান বাউল গানের আসর উদ্বোধন করেন পটুয়াখালী জলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মেহন মিয়া।
এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান, জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, জেলা পরিষদের নি¤œমান সহকারী মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যানের সুযোগ্য সন্তান তাহির রহমান বিজয়সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মেহন মিয়া করোনা প্রতিরোধ জণসচেতনার লক্ষ্যে ভ্রাম্যমান বাউল গানের আসর উদ্বোধন শেষে মাস্ক ও লিফলেট বিতরন করেন। বাউল শিল্পী সেলিনা মোস্তান এর নেতৃত্বে ভ্রাম্যমান বাউল গানের আসরে বিভিন্ন যন্ত্র শিল্পীর মধ্যে রয়েছে স্বপন সিকদার, রুহুল আমিন, সদর আলী, রাজা মিয়া ও বাউল শিল্পী সেলিনা মোস্তান এর ছেলে মধু মোস্তান।

সংবাদটি শেয়ার করুন