গৌরনদীতে বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের সাহিত্য সভা

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪

গৌরনদীতে বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের সাহিত্য সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।। বরিশালের গৌরনদীতে বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ উপজেলা কমিটির আয়োজনে এক সভা অুনষ্ঠিত হয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার কার্যালয়ে শনিবার রাতে সভা বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি ছিলেন যমুনা টিভি বরিশাল ব্যুরো চিফ মো. কাওসার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শিকদার রেজাউল করিম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, ডা. মনীষ চন্দ্র বিশ^াস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর ও কবি আবদুল হাকিম, প্রভাষক মাসুদ করিম, প্রধান শিক্ষক টিএম আলতাফ হোসেন, কবি ঝর্ন দাস লবনী, মো.
সাহিন, সাঈদ বিন ভুইয়া পান্নু, তরুন চক্রবর্তী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন