ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিটি করপোরেশনের নির্দেশ অনুযায়ী ব্যাটারি চালিত রিকসা নগরীর সদর রোডে প্রবেশের নিষেধাজ্ঞা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্যাডেল চালিত রিকসা চালকরা মানববন্ধনে বলেছেন, পূর্বে বরিশাল সিটি করপোরেশনের নিয়মানুযায়ী নগরীর ব্যস্থতম সড়ক সদর রোডে ব্যাটারিচালিত রিকসা প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো।
বর্তমানে ব্যাটারিচালিত রিকসা চালকরা সে নিয়ম ভঙ্গ করছেন। যেকারণে সদর রোডে যানযটের সৃস্টির পাশাপাশি ব্যাটারি চালিত রিকসায় যাত্রী ওঠার কারণে প্যাডেল চালিত রিকসায় তেমন কোন যাত্রী উঠছেনা।
যেকারণে তারা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ সমস্যার সমাধানে তারা বরিশাল সিটি করপোরেশন ও নগর ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network