ঢাকা ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসে থাকা ড্রাম থেকে বোরকা পরিহিত অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে বরিশাল মাদারীপুর সীমান্তের ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, রাতে বরিশালের আন্তঃরুটে যাতায়াতকারী আরসি পরিবহনের একটি বাস বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি নগরীর গড়িয়ারপার এলাকায় এলে এক ব্যক্তি একটি ড্রাম ওই বাসে তুলে দেন।
এসময় ওই ব্যক্তি বাসের হেলপারকে বলেন তার লোকজন ভুরঘাটা থেকে ড্রামটি নামিয়ে নেবে।
বাসটি ভুরঘাটা পৌঁছানোর অনেক সময় পার হয়ে গেলেও কেউ ড্রাম নিতে আসেনি।
এক পর্যায়ে বাসের সব যাত্রী নেমে গেলে হেলপার উপায় না পেয়ে নিজেই ড্রামটি বাস থেকে নিচে নামান। পরে স্থানীয়দের সহায়তায় ড্রামটি খুলে এক নারীর মরদেহ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ওই নারী একটি বোরকা পরিহিত ছিল। তার বয়স আনুমানিক ৩০ বছর। শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক।
এর আগে বৃহস্পতিবার বিকেলে গৌরনদীর বার্থী এলাকা থেকে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network