পটুয়াখালীতে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

পটুয়াখালীতে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়ায় ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইজিদ (১৪) এবং সেলিম (৪৭) নামে দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর ও গামইরতলার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত ৩ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৪)। এদের সকলের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী বাস যমুনা লাইন ঘুটাবাছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ওই ২ জনের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।

ঘটনার পরপরই চালকসহ হেলপার, সুপারভাইজার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন