ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
জলিল মুন্সী >> বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নে হত দরিদ্রদের জন্য মাননীয় প্রধান মন্ত্রির উপহার “ খাদ্যবান্ধব ” কর্মসুচি (১০ টাকা ধরের চাউল ) গতকাল ২৬সে সেপ্টেম্বর শনিবার থেকে বিতরন শুরু হয়েছে। চলতি মাসের শেষ কর্য দিবসের মধ্যে এ মাসের চাল বিতরন শেষ করতে হবে ডিলারদের এমনটাই জানালের ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর এল এজ ডি সুজিৎ কুমার। তিনি প্রতিবেদককে জানান, এই কর্মসুচির আওতায় সদর উপজেলার ১০ টি ইউনিয়নে প্রায় ৩৫ হাজার হতদরিদ্র মানুষ ১০ টাকা দরে প্রতিজনে ৩০ কেজি করে চাল পাবে। এমনিতেই বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুয় এই মৌষুমে অভাব অনাটনের মধ্যে থাকে। তার মধ্যে এ বছর করোনা মহামারির এবং একাধীকবার বন্যায় যখন হতদরিদ্র মানুষের জিবনে নাবিশ্বাস প্রায় । এ মুহুর্তে এই চাল পেয়ে ক্ষানিকটা খুশি কার্ডধারিরা। এই চাল বিতরনে ডিলাররা প্রায়ই অনিয়ম করে দরিদ্র মানুষকে ঠকিয়ে থাকেন এবার কোন অনিয়ম হলে ভূক্তভোগীদের ইউএনও অথবা সদর এলএজডি বরাবর অভিযোগ দিতে বলেন সুজিৎ কুমার।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network