ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
খান কামরুল >> বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নের ০২ নং ওয়ার্ড চন্দ্রমোহন গ্রামের একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মালেক রাঢ়ী ০১ অক্টোবর বৃহসপতিবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। চন্দ্রমোহন বাজার সংলগ্ন জৌনপুরী খানকা ময়দানে আজ বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রেরপক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আনছার আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মাহবুবুর রহমান মধু, ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম আঃ আজিজ ও বন্দরথানা পুলিশসহ এলাকাবাসী। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network