ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংরা মুন্সির পুল এলাকা ও খাজুর বাড়িয়া গ্রামে একই রাতে চার বসতবাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। এ সময় চোরেরা স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মূল্যবান জিনিপত্র নিয়ে যায়।
সুত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ সাদ্দামের ল্যাংরা মুন্সির পুল এলাকার বসতঘর থেকে এক ভরি ওজনের একটি চেইন ও একটি মোবাইল ফোন, খাজুর বাড়িয়া গ্রামের হামিদ আলী নামে এক ব্যক্তির বসতঘর থেকে স্বর্ণের তিনটা চেইন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবীর হিমুর মিয়ার বাড়ির একটি বসতঘর থেকে একটি স্বর্নের চেইন ও তিনটি স্বর্নের আংটি ও তসলিম সরদার নামে এক অটো চালকের বসতঘর থেকে তার মেয়ের বিয়ের দেড় ভরি র্স্বনালংকার ও নগদ একলক্ষ টাকা নিয়ে যায়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network