ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
মোঃ রিয়াজ হোসেন:: বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারে ১১২ নং পশ্চিম ভেদুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারি খাল অবৈধভাবে দখল করে সেগুলোতে দোকানঘর তোলা হয়েছে।
চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর এলাকায় ওই সরকারি খাল উদ্ধার করলেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসন।
আজ বুধবার উদ্ধার করা জমিতে লাল নিশান স্থাপন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই সরকারি খালের জমিগুলো দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা নিজ দখলে রেখে ভোগ করে আসছিলেন। সেই সঙ্গে অনেক প্রভাবশালী ব্যক্তি আবার বাকি কিছু জমিতে অবৈধভাবে দোকানঘর তুলেছেন।
আজ বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান সরকারের নেতৃত্বে দখলে থাকা সরকারি খালের জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্কুল কতৃপক্ষ তাদের জমি গ্রাম্য আমিন দিয়ে মাপযোক শেষে সীমানা প্রাচীর দিয়েছে।
সরকারি খাল উদ্ধার অভিযানে সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. মেহেদি হাসান, সার্ভেয়ার ফোরকান, স্থানীয় তহসিলদার মিজানুর রহমান পান্না বন্দর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি ভূমি কমিশনার বলেন, অবৈধ খাল দখল করে দোকানঘর তোলার পুড়ানো কিছু মালিকদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা অবৈধভাবে দখল করা জমি না ছাড়িলে তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরোও বলেন, শুধু টুমচর নয় যেখানেই সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া যাবে সেখানেই এই অভিযান অব্যাহিত থাকবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network