বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরী স্থায়ী করনের দাবীতে হাইকোর্টে রীট দায়ের।।

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরী স্থায়ী করনের দাবীতে হাইকোর্টে রীট দায়ের।।
মোঃ রিয়াজ হোসেনঃঃ বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে কর্মরতদের কেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শূন্য পদে নিয়োগ দিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বরিশাল সদর উপজেলার ১০১ জন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করা হয়েছে। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, সংস্থাপন সচিব, শিক্ষা সচিব, যুব ও ক্রীড়া সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানী করেন সুপ্রিম কোর্ট এর আইনজীবী ব্যারিস্টার অরুণাভ দাশ শুভ্র। বিগত ২০১৪ সালের ৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি শিক্ষক পুল নীতিমালা ২০১৪ জারি করে। এতে বলা হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলভুক্ত শিক্ষক ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যরা অগ্রাধিক পাবে,,রীট নং ৭১৫৮ /২০
সংবাদটি শেয়ার করুন