ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
বরিশালে প্রধানমন্ত্রীর দেয়া জমি আছে,ঘর নেই প্রকল্পের হতদরিদ্রদের ঘর পেল বহুতলা ভবনের স্বচ্ছল মালিক বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের উঃ ধামুরা গ্রামের ছত্তার মোল্লার ছেলে বিত্তবান আনোয়ার মোল্লা ২০ শতাংশ জমির উপরে বহুতলা ভবন নির্মানের কার্যক্রম শুরু করেছে। একই এলাকার সাবেক ইউপি সদস্য করিম সরদারের ছেলে রফিক সরদার ঘুষ নিয়ে হতদরিদ্রের নাম করে ওই প্রকল্পের ঘর প্রদানে সহায়তা করেছে আনোয়ার মোল্লাকে। ইতিমধ্যে তার নামে সরকারি ঘর উত্তোলনের জন্য ইট,বালু পৌছে গেছে। এ ছাড়াও রফিক সরদার তার নিকটতম আত্মীয় চন্দনী বেগম, সুফিয়ানসহ আরো ৩ জনকে টাকার বিনিময়ে ঘর এনে দেয়। জানা যায় উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া ৪০টি হতদরিদ্র পরিবারের ঘর প্রদান করা হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে ভূল বুঝিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে অর্থের বিনিময়ে রফিকুল ইসলাম সরদার প্রভাব খাঁটিয়ে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা বানিজ্যের বিনিময়ে যোগ্য পাত্রে অন্নদান না করে স্বচ্ছল পরিবারের মাঝে ঘর এনে দিয়েছে বলে অভিযোগ করেন সুবিধা বঞ্চিত পরিবার ও এলাকাবাসী। অপরদিকে রফিক সরদার ইতিপূর্বে সৌর বিদ্যুতের নাম করেও একাধিক ব্যাক্তির কাছ থেকে মোট অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তার দুর্নীতি ও অনিয়ম চরম মাত্রায় পৌছছে। অভিযুক্ত’র মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আনোয়ার মোল্লা বিষয়টি স্বিকার করেন। ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হুমায়ুন কবির জানান, হতদরিদ্রদের ঘর কোন ক্রমেই স্বচ্ছল ব্যক্তিদের প্রদান করা আইন সম্মত নয়। ওই প্রতারকের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন সুবিধা বঞ্চিত পরিবাররা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network