ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
মারধরের শিকার সরকারি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইউপি চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেছেন।কৃষি কর্মকর্তাকে মারধরের খবর ছড়িয়ে পড়লে জেলার সরকারি কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বাউফল পৌরসভা এলাকায় চেয়ারম্যান শাহিনের শাস্তির দাবিতে বাউফল থানার কৃষি কর্মকর্তা-কর্মচারীদের একটি মানববন্ধন করার কথা রয়েছে বলে জানা গেছে।কৃষি কর্মকর্তা মো. আনছার উদ্দিন মোল্লাকে প্রকাশ্যে কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারের মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাউফল থানায় লিখিত অভিযোগ করার জন্য বলা হয়েছে।’কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়ার পর গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় থানায় মামলা করেন কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামি করে বাউফল থানায় মামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এলাকাবাসী সূত্রে জানা যায়, মামলার পর থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কনকদিয়া বাজার, আমীরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ সর্বত্র খুঁজলেও চেয়ারম্যান শাহিনের কোনো সন্ধান করতে পারেনি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিন হাওলাদারের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানায়, সম্প্রতি সারের ডিলার নিয়োগ নিয়ে ইউপি চেয়ারম্যান শাহিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরোধ সৃষ্টি হয়।সূত্রে জানা গেছে, কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন কনকদিয়া গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কনকদিয়া বাজারে যান। ইউপি চেয়ারম্যান শাহিনের সঙ্গে দেখা হলে তিনি সালাম দেন। একপর্যায়ে তিনি আনছার উদ্দিনকে কথা শোনার জন্য ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে শাহিন মারধর করেন। জানা গেছে, এই ঘটনা স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজকেও অবহিত করা হয়েছে। এলাকায় শাহিন সংসদ সদস্য আসম ফিরোজের লোক হিসেবে পরিচিত। এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান শাহিনের এ ধরনের কর্মকা- নতুন নয়। তিনি বেপরোয়াভাবেই এলাকায় চলাফেরা করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network