পটুয়াখালীতে কারাতে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ কিশোরী নারীকে সনদ বিতরন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

পটুয়াখালীতে কারাতে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ কিশোরী নারীকে সনদ বিতরন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরনে আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষন “প্রজেক্ট অগ্নিকন্যা” কার্যক্রমের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ নভেম্বর শনিবার বেলা ১১ টায় প্রশিক্ষন স্থান ব্যায়ামাগারে জেলা পরিষদ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কারাতে প্রশিক্ষন প্রাপ্ত ৫০ জন কিশোরী নারীর হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মেহন মিয়া। এ সময় বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ স্বপন বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য সালমা জাহান, কারাতে প্রশিক্ষক রিয়াজ আহমেদ কবির, অভিভাবক কাজী খালেদা পারভীন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নারীরাও এগিয়ে যাচ্ছে। নারীদের নিরাপত্তার জন্য নারীদেরকে প্রস্তুত করতে হবে। এ জন্য অভিভাবক সমাজকে এগিয়ে আসতে হবে। কন্যা শিশুকে মেয়ে হিসেবে না দেখে তাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে আমাদেরকে। নারীদের নিরাপত্তার জন্য নারীদের প্রস্তুত করতেই জেলা পরিষদের উদ্যোগে নারীদের জন্য “প্রজেক্ট অগ্নিকন্যা” এর মাধ্যমে পটুয়াখালীর কিশোরী নারীদেরকে কারাতে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। এ কারাত প্রশিক্ষনে অভিভাবকদেরকে এগিয়ে আসার আহবান জানান জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া।

সংবাদটি শেয়ার করুন