ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৭ নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় ৪৯ জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদের দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান আসাদ, শাপলা বহুমূখী সমবায় সমিতির সভাপতি সালাম বিশ্বাসসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার ফরিদ আহ্ম্মেদ। এ সময় বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্য ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network