কুয়াকাটা সৈকতে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

কুয়াকাটা সৈকতে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ॥
কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে ছবি তুলতে গিয়ে বালিয়াড়িতে লুটে পড়ে বাবলু (৩০) নামের এক পর্যটকের মত্যু হয়েছে। বুধবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।
নিহত পর্যটক বাবলুর বহরে থাকা স্বজনরা জানিয়েছে, বুধবার সকালে বাবলুও তার সপ্তম শ্রেণীতে পড়–য়া ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের পর্যটক দল কুয়াকাটা সৈকতে এসে পৌঁছান।ওইদিন দুপুরে তারা তিন চারজন মিলে সৈকতে গোসলে নামেন। গোসল শেষে বাবলু সৈকতে পেশাদার ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলার সময় খুশিতে লাফ দিয়ে বালিয়াড়িতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষনিক বাবলুকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাইনুল ইসলাম বলেন,তীব্র শৈত্য প্রবাহের মধ্যে সমুদ্রে গোছল করায় ঠান্ডাজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে বলে প্রাথমিক ধারণা করেছেন ওই চিকিৎসক।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় বাবলুর লাশ নিয়ে ঝিনাইদহ নিয়ে গেছে তার স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন