ঢাকা ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন ও ইভটিজিং করলেই আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনাও দিয়েছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড.আব্দুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল নির্দেশনার বিষয়ে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে শিক্ষক শিক্ষার্থী ও স্টাফ ব্যাতিত বহিরাগত কাউকে ঢুকতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। এছাড়াও ববি ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থী বা বহিরাগতরা মাদক সেবন ও ইভটিজিং করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- মাদক সেবন ও ইভটিজিং’র সাথে জড়িতরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীও হয়ে থাকলে তাহলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network