ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
স্টাফ রিপোর্টার ॥ কামরুল – মিরাজের নজরকাড়া বোলিং এ রাজশাহীকে ১৩২ রানে আটকে রাখল বরিশাল। এরপর তামিমের ক্যাপ্টেন নকস এ ৫ উইকেটে জয় পেল বরিশাল ফরচুন। এ জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এল বরিশাল।
যদিও ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে বরে বরিশাল ফরচুন। ৭ রানে ভেঙ্গে যায় ওপেনিং জুটি। এরপর আরও চারটি উইকেট। তবে তামিম ছিলেন অবিচল। তার ৬১ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস বরিশালকে প্রথম জয় উপহার দেয়। স্বাভাবিক কারনেই ম্যান অব দ্য ম্যাচ পুরুস্কারটিও তার হাতে চলে আসে।
১৩২ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য মামুলি এই সংগ্রহ টপকে যেতে কোনো সমস্যাই হওয়ার কথা ছিল না বরিশালের। তবে শেষদিকে কিছুটা উত্তেজনা ছড়াল ম্যাচ। যে উত্তেজনা থামিয়ে দিলেন অভিজ্ঞ তামিম টানা দুই ওভারে দুই ছক্কা হাঁকিয়ে।
অধিনায়ক তামিমের ফিফটির সঙ্গে পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়দের কার্যকরী ইনিংসের সুবাদে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।
রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য মনের মতো ছিল না বরিশালের। ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে চাপে পড়তে দেননি তামিম ও পারভেজ ইমন। দুজন মিলে ৪৫ বলে গড়েন ৬১ রানের জুটি। ইনিংসের নবম ওভারে ৩ চার ও ১ ছয়ের ১৭ বলে ২৩ রান করে ফিরে যান পারভেজ ইমন।
পরে তৃতীয় উইকেট জুটিতে তৌহিদকে নিয়ে এগিয়ে যান তামিম, ৪৫ বলে তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি। আরেক প্রান্ত ধরে রাখা তৌহিদ আউট হন দলীয় ১১২ রানের সময়। আউট হওয়ার আগে ২৪ বলে করেন ১৭ রান, যেখানে ছিল একটি ছয়ের মার। তৌহিদ আউট হওয়ার পর খানিক চাপ আসে বরিশালের ওপর, রানের খাতা খোলার আগেই ফিরে যান আফিফ, ইরফান শুক্কুর রানআউট হন ১ রান করে।
তবে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকা তামিম ১৮ ও ১৯তম ওভারে দুইটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন। শেষপর্যন্ত ১ ওভার হাতে রেখেই ম্যাচ জেতে বরিশাল। অপরাজিত ইনিংসে ৬১ বলে ৭৭ রান করেন তামিম। ম্যাচ জেতানো ইনিংসটি সাজান ১০ চার ও ২ ছয়ের মারে।
টসে জয়লাভ করে তামিম প্রথমে বল হাতে তুলে নেয়। ওভারে চার ছক্কা খেয়ে ম্যাচ হারানোর হতাশা পেছনে ফেলে দারুণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে জ্বলে উঠলেন কামরুল ইসলাম রাব্বি। নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে রাজশাহীকে মাঝারি স্কোরে আটকে রাখল বরিশাল।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে ১৩২ রান তুলতে পেরেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
শেষ ওভারে ৩ উইকেটসহ কামরুল নিয়েছেন ২১ রানে ৪ উইকেট। ৪ ওভারের স্পেলে ১৮ রানে মিরাজ নিয়েছেন ২টি।
টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী পাওয়ার প্লেতে উইকেট হারায়নি একটিও। তবে রানও হয়নি খুব বেশি। ৬ ওভারে আসে কেবল ৩৯ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগ্রাসী কিছু শট খেললেও ঠিকমতো টাইমিং পাচ্ছিলেন না আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন।
আগ্রাসনের পথে হেঁটেই উইকেট হারান শান্ত। আবু জায়েদের বলে ক্যাচ তুলে দেন মিড অফে তামিম ইকবালের হাতে (১৯ বলে ২৪)।
রাজশাহীর পথ হারানোর সেই শুরু। মিরাজের বলে ব্যাট-প্যাডের মধ্যে বিশাল ফাঁক রেখে বোল্ড হন রনি তালুকদার। চোখধাঁধানো এক ফ্লিকে বাউন্ডারিতে শুরুর পর মোহাম্মদ আশরাফুল বিদায় নেন নিজের দোষে রান আউটে।
দীর্ঘক্ষণ উইকেটে থেকেও ছন্দ না পেয়ে ওপেনার ইমন শেষ পর্যন্ত বিদায় নেন মিরাজকে উইকেট উপহার দিয়ে (২৭ বলে ২৪)। বিপদ আরও বাড়িয়ে উইকেট ছুঁড়ে আসেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান। একাদশ ওভারে রাজশাহীর রান তখন ৫ উইকেটে ৬৩।
সেখান থেকে দলকে এগিয়ে নেয় মেহেদি হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৫০ বলে ৬৫ রানের জুটি।প্রথম ম্যাচের মতোই বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণে দলের রান কিছু বাড়িয়েছেন মেহেদি। সেদিনের মতো ফিফটি অবশ্য করতে পারেননি। এবার করেছেন ৩ ছক্কায় ২৩ বলে ৩৪।এক প্রান্ত আগলে রেখে ফজলে রাব্বি শেষের আগের ওভারে আউট হয়েছেন ৩২ বলে ৩১ রান করে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network