ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের করোনা মুক্তি কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া জুম্মাবা উপজেলার বিভিন্ন মসজিদ ও সন্ধ্যায় মন্দীরে আশুরোগ মুক্তি কামনায় দোায়া ও প্রাথনা অনুষ্ঠিত হয়। পরিবার সূত্রজানায়, গত বুধবার আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও তার স্ত্রী সেলিনা হোসাইনের করোনা সনাক্ত হয়। শুক্রবার সকালে আওয়ামীলীগের এই কেন্দ্রীয় নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তার পরিবার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network