ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় মোটা হওয়ার জন্য গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট খেয়ে মৃত্যুশয্যায় ফাসমাউন (২২) নামে এক গৃহবধূ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ফাসমাউন উপজেলার হাজিরহাট এলাকার মো. আনিচুর রহমানের স্ত্রী এবং এক কন্যাসন্তানের জননী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাসমাউনের স্বামী খুলনায় একটি কোম্পানিতে চাকরি করেন। ওই গৃহবধূ শুক্রবার রাতের খাবার শেষে গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট (একমি কোম্পানির এ্যানোরা ভেট) খেয়ে ঘুমাতে যান। কিছুক্ষণ পর ওই গৃহবধূ পেটে প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করেন।
তার চিৎকারে শ্বশুরবাড়ির লোকজন তাকে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। শনিবার ফাসমাউনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক মিত্র জানান, রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন জানান, গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট মানুষে খেলে বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া হজমশক্তি ভালো থাকলে পরবর্তীতে নানাবিধ রোগে আক্রান্ত হতে থাকে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network