ঘরই এখন কারাগার ॥ ৮ শর্তে মুক্তিপেলো ইয়াবাবহকারী কিশোর

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

ঘরই এখন কারাগার ॥ ৮ শর্তে মুক্তিপেলো  ইয়াবাবহকারী কিশোর

৫ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ১৯ বছর বয়সী কিশোর তানজিলকে এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ এই রায় ঘোষণা করেন। রায়ের পর তানজিলকে কারাগারে নিয়ে যাওয়া হয়নি। বরংছ তার মায়ের কাছে প্রেরণ করা হয়েছে। নিজ ঘরেই এক বছর দন্ডাদেশ ভোগ করতে হবে তানজিলকে। এমনকি তাকে সুনির্ধারিত ৮টি কর্মকান্ড পালন করতে হবে। যারমধ্যে, মা-বাবার সেবা ও ভরণ পোষণের দায়িত্ব পালন, নিজ বাড়ির উঠানে ১০টি ফলজ ও ১০টি বনজ বৃক্ষরোপণ, মাদক গ্রহণ না করা, ধূমপান না করা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ে নিজেকে সমৃদ্ধ করা, প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা করা। এসব তথ্য মুঠোফোনে নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। তিনি বলেন, বয়স কম হওয়ায় এবং অপরাধ লঘু হওয়ায় বিজ্ঞ আদালত আসামীর ভবিষ্যৎ চিন্তা করে একবার সংশোধনের সুযোগ দিয়েছেন। জানা গেছে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ৫ পিস ইয়াবাসহ নগরীর বাকলার মোড় থেকে গ্রেফতার করা হয় তানজিলকে। তিনি ঐ এলাকার আলমগীর হোসেনের ছেলে। একই সাথে তানজিলকে দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত।##

সংবাদটি শেয়ার করুন