ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
দৌলতখান (ভোলা) প্রতিনিধি॥
ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র পদপ্রার্থী জাকির হোসেন তালুকদার তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৫ হাজার ৮৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৮৪০ভোট। শনিবার রাত ৮টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন। দৌলতখান পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২হাজার ৬০৬জন। এছাড়াও নির্বাচনী পরিবেশ নির্বিঘœ রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো প্রশংসনীয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network