দৌলতখানে পৌর মেয়র হলেন জাকির হোসেন তালুকদার

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

দৌলতখানে  পৌর মেয়র হলেন জাকির হোসেন তালুকদার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি॥
ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র পদপ্রার্থী জাকির হোসেন তালুকদার তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৫ হাজার ৮৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৮৪০ভোট। শনিবার রাত ৮টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন। দৌলতখান পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২হাজার ৬০৬জন। এছাড়াও নির্বাচনী পরিবেশ নির্বিঘœ রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন