ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১
মুলাদীতে অর্ধশতাধিক নৌকা ও স্পিডবোড নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবু মুছা হিমু মুন্সী।
তিনি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আ’লীগের মনোনয়নের জন্য নেতাকর্মীরা দৌড়ঝাপ শুরু করেন।
ইউনিয়ন আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে বর্তমান চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সীকে ফের ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিশাল নৌ বহরে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে তিনি মুলাদী সদরে আসেন এবং নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, সফিপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি দলিল উদ্দীন দুলাল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network