ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে সাইমুন (২২) এবং রায়হান (১৮) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আসাদুল (১৭) নামের একজন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার সদর ইউনিয়নের নাসকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাইমুন বোয়ালিয়া গ্রামের সেরাজুলের ছেলে এবং রায়হান একই এলাকার নকু সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, রেন্ট এ কারের মোটরসাইকেল চালক সাইমুন গতকাল রাতে রায়হান ও আসাদুলকে নিয়ে বোয়ালিয়া থেকে গলাচিপার উদ্দেশে রওয়ানা দেয়। এসময় নাসকতা বাজার এলাকায় পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়।
স্থানীয় তাদের তিনজনকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমুন ও রায়হানকে মৃত ঘোষণা করে। আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।
গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network