ঢাকা ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জালাল বাহিনীর প্রধানসহ ৫ জলদস্যুকে আটক করেছে পটুয়াখালীর কুয়াকাটা নৌ-পুলিশ। রোববার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি রামদা, একটি বল্লম, পাঁচটি লোহার রডসহ একটি মাছ ধরা ট্রলার উদ্ধার করা হয়েছে। নৌপুলিশের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী বলেন, ‘চারদিন আগে জলদস্যু জালাল বাহিনী একটি ট্রলার, জাল, মাছসহ ছিনতাই করে নিয়ে মুক্তিপণ দাবি করে। এরআগেও এ বাহিনী বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করেছে। তিন দিন ধরে অভিযান চালিয়ে তালেব আলী (২৭), আবদুল কাদের (২৬), রাসেল (২৭), রুহুল আমিন (৩৫) ও জালাল হাওলাদার (৩৫) নামের এই ১০ দস্যুকে আটক করেন। তালেব আলীর বাড়ি কক্সবাজারে, আবদুল কাদেরের বাড়ি লক্ষ্মীপুরে ও অপর তিন জনরে বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ‘আটকদের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানান পুলিশ কর্মকর্তা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network