বঙ্গোপসাগরে আগ্নেয়াস্ত্রসহ ১০ জলদস্যু আটক

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

বঙ্গোপসাগরে আগ্নেয়াস্ত্রসহ ১০ জলদস্যু আটক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জালাল বাহিনীর প্রধানসহ ৫ জলদস্যুকে আটক করেছে পটুয়াখালীর কুয়াকাটা নৌ-পুলিশ। রোববার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি রামদা, একটি বল্লম, পাঁচটি লোহার রডসহ একটি মাছ ধরা ট্রলার উদ্ধার করা হয়েছে। নৌপুলিশের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী বলেন, ‘চারদিন আগে জলদস্যু জালাল বাহিনী একটি ট্রলার, জাল, মাছসহ ছিনতাই করে নিয়ে মুক্তিপণ দাবি করে। এরআগেও এ বাহিনী বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করেছে। তিন দিন ধরে অভিযান চালিয়ে তালেব আলী (২৭), আবদুল কাদের (২৬), রাসেল (২৭), রুহুল আমিন (৩৫) ও জালাল হাওলাদার (৩৫) নামের এই ১০ দস্যুকে আটক করেন। তালেব আলীর বাড়ি কক্সবাজারে, আবদুল কাদেরের বাড়ি লক্ষ্মীপুরে ও অপর তিন জনরে বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ‘আটকদের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানান পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন