ঝালকাঠিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কলেজশিক্ষক

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

ঝালকাঠিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কলেজশিক্ষক

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদারের (৬০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন।
আজ বুধবার (৩১ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশা জানান, কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের জয়খালী গ্রামের বাসিন্দা মহিউদ্দিন হাওলাদার। তিনি দীর্ঘ দিনধরে অসুস্থ ছিলেন। পরে হঠাৎ শরীরে জ্বর আসে। একই সঙ্গে করোনার অন্যান্য উপসর্গও দেখা দেয়।

২৪ মার্চ করোনা পরীক্ষা করালে ২৫ মার্চ রিপোর্ট পজেটিভ আসে। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা টিকা নেওয়ার ২১ দিন পর তাঁর মৃত্যু হয় বলে পরিবার জানায়।

সংবাদটি শেয়ার করুন