ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
পটুয়াখালী প্রতিনিধিঃ দেশে মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) বেড়ে যাওয়ায় করোনা মোকাবেলায় সকলকে মাক্স ব্যবহার বাধ্যতামুলককরা, সচেতনতা ও জনসমাগম এবং সামাজিক দূরত্ব রজায় রেখে চলার তাগিদে পটুয়াখালীতে মোবাইল কোর্ট পরিচালনা হরা হয়েছে।
৩১ মার্চ বুধবার দুপুর ১২টায় শহরের বিভিন্ন জনসমাগম স্থানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জেলা স্যানটারি অফিসার মহিউদ্দিন আল-মাসুদ, এসআই রতন, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মাকসুদুর রহমান, রতন কুমার পাল উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে শহরের রাধঁঘাট এলাকায় বাস, আটো, মটরসাইকেল, রিক্সসা, দোকানপাটে মাক্স না পরার অপরাধে ১৬ জনকে ৪২০০ টাকা মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা আদায় করা হয়। সকলকে মাস্ক ব্যবহারে বাধ্যকরার সরকারের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network