ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
এয়ারপোর্ট থানা প্রেসক্লাব বরিশাল’র নতুন কমিটি (২০২১-২৩) কমিটি গঠন করা হয়েছে। জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ ও ইংরেজি দৈনিক দি নিউ ন্যাশন এর বরিশাল প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানাকে সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের বার্তা এবং বরিশাল সিটি নিউজের সম্পাদক রেদওয়ান রানাকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। ১ নং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক শাহানামা পত্রিকার সিনিয়র সাংবাদিক মো: আশ্রাফুল ইসলাম সুমনকে ,২নং সহ-সভাপতি দৈনিক দেশ জনপদ পত্রিকার স্টাফ রিপোর্টার এম. ফোরকান, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন (বরিশাল সিটি নিউজ) , সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক দেশ জনপদ), কোষাধ্যক্ষ এম জামাল হোসেন (বাংলা টিভি),দপ্তর ও প্রচার সম্পাদক মো: নাসিম শরীফ(সম্পাদক, দৈনিক বরিশালের প্রহর ) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন পথিক মোস্তফা (সম্পাদক,পার্লামেন্ট মিশন),মো:মনিরুজ্জামান মনির (বরিশাল পিপলস) এবং এইচ ইমন চৌধূরী (বরিশাল পিপলস)। এয়ারপোর্ট থানা প্রেসক্লাব’র সদ্য বিদায়ী সভাপতি সাংবাদিক পথিক মোস্তফার সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । পাশাপাশি নতুন কমিটির নেতৃবৃন্দ ঘোষনা দেন, আগামী ৩রা এপ্রিল শনিবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সমাধীতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের আগামীর পথ চলার শুভ সুচনা করার।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network