ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১
করোনায় আজও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গতকালের ৭৭ জনের রেকর্ড অতিক্রম করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৭৩৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৮১৯ জন। মোট শনাক্ত ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪২১২ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৪৮ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৯৮টি নমুনা সংগ্রহ এবং ২৯হাজার ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫০ লাখ ২ হাজার ৮৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২০শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২শতাংশ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network