ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
বাজার দর উর্দ্ধমুখী কারণে কারনে গ্রাম গঞ্জের কৃষত,দরিদ্র মানুষরা চরম বিপাকে পরেছে। আয়ের চেয়ে ব্যায় বেশি হওয়ায় প্রতিদিনই বাড়ছে গ্রামের মানুষের ঋনের বোঝা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্দ্ধমুখী দামের কারণে বিপাকে পড়েছে মানুষ। বিশেষ করে সবজির দাম বেড়ে মাছ-মুরগিকেও হার মানিয়েছে। বাজারে মুরগির কেজি ১২০ থেকে ১২৫ টাকা, মাছ ১৫০/২০০ টাকা আর শিমের কেজি ১৬০। কাঁচা মরিচের কেজি ২৫০শ টাকায় পৌঁচেছে। বাজারে ৬০ টাকার কমে কোন সবজি নেই। আলুর দামও আকাশচুম্বী। গতকাল শুক্রবার বরিশালের গ্রাম গঞ্জের বাজারে দেখা যায়, গত সপ্তাহে ৪০ থেকে ৪২ টাকা কেজি বিক্রি হওয়া আলুর দাম বেড়ে হয়েছে ৪৫ টাকা। ১১০ থেকে ১১৫ টাকা ডজন বিক্রি হওয়া ডিমের দাম বেড়ে ১১৫ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। আর ৪০ থেকে ৫০ টাকা পোয়া (২৫০গ্রাম) বিক্রি হওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। অর্থাৎ কেজিতে কাঁচা মরিচের দাম প্রায় ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে শিম, পাকা টমেটো, গাজর, বেগুন, বরবটির সঙ্গে নতুন করে ৭০/৮০ টাকা কেজির তালিকায় নাম লিখিয়েছে উস্তা। গত সপ্তাহের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকা। আর উস্তের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। শুধু এই সব সবজি নয়, বাজারে অন্য সবজিগুলোও স্বস্তি দিচ্ছে না। পটলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। এক হালি কাঁচকলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ঝিঙা, কাঁকরোল, ধুন্দুলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। বাজারে নতুন আসা ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে মুলা ও পেঁপে। এর মধ্যে মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। এছাড়া ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১২০/১২৫ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৪৫০ টাকা, ফার্মের কক বা সোনালি মুরগি প্রতি কেজি ২৪০টাকায় বিক্রি হচ্ছে। বাজার উধ্র্বগতির কারনে গ্রাম গঞ্জের কৃষত,দরিদ্র মানুষরা চরম বিপাকে পরেছে। আয়ের চেয়ে ব্যায় বেশি হওয়ায় প্রতিদিনই বাড়ছে গ্রামের মানুষের ঋনের বোঝা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network