ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
ভোলায় সরকারি নিষেধাজ্ঞাে উপেক্ষা করে ইলিশ শিকার করার সময় ২০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ২০ কেজি ইলিশ, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ২০ জেলের মধ্যে ১৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি তিন জেলের বয়স কম হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান।
এরপর উদ্ধার মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও পরিবহন, বিক্রি, বাজারজাত, মজুতের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network