ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
জলিল মুন্সী >> ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের জনপদ। এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবে পরিণত হয়েছে বাকেরগঞ্জ উপজেলা শহর থেকে শুরু করে কলসকাঠির গ্রামাঞ্চলগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিদিনই নির্বাচনী এলাকার পাড়া-মহল্লায় চলছে মাইকিং ও প্রচার-প্রচারণা। পোষ্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। তবে স্থানীয়রা মনে করছেন, উপ-নির্বাচনে মূল লড়াই হবে দেশের সবচেয়ে দুটি বড় দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। নির্বাচনে অংশ নেওয়া অপর দল জাতিয়পার্টির তেমন নেই প্রচার-প্রচারণা ও লোকবল। তাই এই দলকে আমলে নিতে চাইছেন না ভোটাররা। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান (নৌকা) প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ( মনু ) তালুকদারের জ্যেষ্ঠ পুত্র ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার। তার পক্ষে দলের নেতাকর্মীরা নৌকা প্রতীক ও বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকত হোসেন হাওলাদারের পক্ষে দলের নেতাকর্মীরা জোড়েশোড়ে প্রচারণা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন এ দুই প্রার্থী নিজেরা ও তাদের লোকজন। এছাড়াও এ ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম. এ. বাছেত হাওলাদার ( বাচ্চু ) লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে লাঙ্গল প্রতীককে মাঠে বেশি দেখা যাচ্ছে না। নৌকা ও ধানের শীষের প্রতীকের প্রচার-প্রচারণায় মুখর এই জনপদের অলি গলি। সব জায়গাতেই বইছে নির্বাচনী আমেজ। তবে এ ইউনিয়নে সাংগঠনিক ভাবে দলীয় নেতাকর্মী বেশ চাঙ্গা থাকায় নৌকার অবস্থান বেশ ভালই আছেন বলে জানা গেছে। কলসকাঠি ইউনিয়নে আসন্ন উপ-নির্বাচন নিয়ে এলাকার সাধারণ, তরুণ ও নতুন ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যিনি জনসাধারণের পাশে থাকবেন, দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীনে ইউনিয়ন গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন এলাকার উন্নয়ন করবেন ও যাকে তারা যোগ্য প্রার্থী হিসেবে মনে করবেন তাকেই তারা ভোট দিবেন বলে জানিয়েছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এই এলাকায় ভোটের আমেজ ততই বাড়ছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে ওই ইউনিয়নে নারী পুরুষ মিলে প্রায় ২০ হাজার ভোটার রয়েছে। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কলসকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মনু তালুকদার মারা গেলে আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network