ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ৩, ২০২১
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে জমিতে চাষ দিতে গিয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা দেড়টায় উপজেলার হাজারিগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু বেপারীর ছেলে শাহে আলম (৩৫) ও আসলামপুর ইউনিয়নের বর্দার হাট ৯নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে আলাউদ্দিন (৩৯)।
আসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে আলম মাস্টার জানান, বেলা দেড়টার সময় আলাউদ্দিন গাছ থেকে ঝড়ে পড়া তুলা কুড়ানোর সময় হটাৎ বজ্রপাত পড়ে। এসময় আলাউদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। আলাউদ্দিন একজন কৃষক ও পাওয়ার টিলারের ড্রাইভার ছিলো। হাজারীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার বলেন, পূর্ব হাজারীগঞ্জ গ্রামে জমিতে ধান কাটার সময় শাহে আলমের উপর বজ্রপাত পড়ে।
স্থানীয়রা বজ্রপাতে দগ্ধ দুই কৃষককে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে চরফ্যাশন ও শশীভূষণ থানাপুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।’’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network