ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মে ৮, ২০২১
ঝালকাঠির কাঁঠালিয়া উপচেলার বড় কাঁঠালিয়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সজল খান (২০) নামে মোটসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (৮ মে) দুপুরে রাজাপুর-কাঁঠালিয়া একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সজল নলছিটি উপজেলার গোয়ালকাঠি গ্রামের মো. শাহ আলম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, করোনায় স্কুল বন্ধ থাকায় কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের নানা হযরত আলী হাওলাদারের বাড়িতে থাকতেন সজল। পড়াশোনার পাশাপাশি তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আজ শনিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে কচুয়া থেকে কাঁঠালিয়া যাচ্ছিলেন। পথে বড় কাঁঠালিয়া বাইপাস এলাকায় একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলটির সামনে থেকে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে সজলকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা (আমুয়া) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রলিটি পালিয়ে যায়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন-, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network