ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে নির্যাতন ও মামলা দিয়ে পুলিশে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বরিশালের সাংবাদিকেরা। সাংবাদিক নির্যাতনে জড়িতের বিচার করাসহ রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার নগরীতে এক প্রতিবাদ বিক্ষোভ হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একত্মতা প্রকাশ করে অংশ নেয়। বেলা সোয়া ১২টার দিকে শতাধিক সাংবাদিকের বিক্ষোভ মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড হয়ে বিবির পুকুরপাড় হয়ে রিপোর্টার্স ইউনিটির সামনে গিয়ে শেষ হয়।
এর পূর্বে রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সম্মুখে ঘণ্টাব্যাপি মানবন্ধন করে সাংবাদিকেরা। এতে সংহতি প্রকাশ করে সাংবাদিকদের একাধিক সংগঠন। এখানে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার এবং দৈনিক প্রথম আলো পত্রিকার বরিশাল অফিস প্রধান এম. জসীম উদ্দিন প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ রোজিনার ওপর এই হামলা ও মামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এবং নারী সাংবাদিককে দ্রুত মুক্তি দেওয়ার দাবি রাখেন। এসময় সাংবাদিকেরা হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, স্বল্পসময়ের মধ্যে রোজিনাকে মুক্তি না দিলে সাংবাদিক সমাজ দাবি আদায়ে আন্দোলন ঘোষণা দিয়ে মাঠে নামবে, যা বরিশাল থেকেই শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এদিকে প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে নির্যাতন ও মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল। সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক খন্দকার রাকিব মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে সাংবাদিক নেতৃত্ব রোজিনার ওপর হামলা ও মামলায় জড়িতদের বিচারের আওতায় আনাসহ শাস্তির দাবি রাখেন। এবং আলোচিত নারী সাংবাদিককে শিগগিরই মুক্তি দাবি জানিয়েছেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network