ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মে ২০, ২০২১
স্টাফ রিপোর্টার/ বরিশালে মেহেন্দিগঞ্জের উলানিয়াতে বিয়ে অনুষ্ঠানে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে সিদ্দিকুর রহমান এবং ছত্তার ঢালী নামক দুই ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এই সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বাড়তি পুলিশ মোতায়েন এবং ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উলানিয়া উনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল যারই ধারাবাহিকতায় আজকে বিবাদমান দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই আওয়ামীলীগের কর্মী সিদ্দিকুর রহমান নিহত হয়। এরপর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানোর পথে ছত্তার ঢালীর মৃত্যু ঘটে। এলাকার পরিস্থিতি এখন থমথমে।এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখন কিছু বলতে পারবো না। পরে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network