ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২১
ভোলার বোরহানউদ্দিনে তাবলিগ জামাতের সদস্যদের চেতনানাশক খাইয়ে অচেতন করে অর্থসহ মালামাল ছিনতাই করা হয়েছে। অসুস্থদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল শনিবার (২৯ মে) রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সেখানে তাবলিগ জামাতের সদস্যদের অচেতন করে টাকা, মোবাইল ফোন ও মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থদের বোরহানউদ্দিন হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লুটপাটের শিকার তাবলিগ জামায়াতের আমির হাজি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, আমরা ২৮ মে শুক্রবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে ভোলার বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হই। বোরহানউদ্দিন মারকাজ মসজিদে গতকাল শনিবার এসে পৌঁছাই। সেখান থেকে আমরা কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়ি জামে মসজিদে এসে অবস্থান করি। আমরা আমাদের আমল শেষে এশার নামাজ আদায় করে খানা শেষ করে ঘুমিয়ে পড়ি। ফজরের ওয়াক্ত হলে আমরা দেখতে পাই সাথী ভাইয়েরা সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন।
তখন বিষয়টি স্থানীয়দের জানালে তারা আমাদের বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। আমাদের ১৪ জন সাথীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সকাল পৌনে ৯টায় ১৪ জনকে নিয়ে এলে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) বশির আহমেদ বলেন, পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে। গোয়েন্দাদের মাঠে নামানো হয়েছে। এই কাজে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network