ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুন ১, ২০২১
রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন নিয়ে গেছে ছিনতাইকারী। রোববার (৩০ মে) সন্ধ্যায় বিজয় সরণির যানজটের মধ্যে মন্ত্রীর হাত থেকে ফোন নিয়ে যায় ছিনতাইকারী।
এবিষয়ে মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এম এ মান্নান বলেন, ৩০ মে (রোববার) সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে ৬টা ৪৫ মিনিটে বিজয় সরণী এলাকা অতিক্রম করছিলেন। এসময় গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিলো। তাই গাড়ির এসি বন্ধ করে দিয়ে কাঁচ নামিয়ে দেই। আমি পেছনের সিটে বসা ছিলাম, আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে হয়তো তখন নিউজ পড়ছিলাম। কিন্তু হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেলো ছিনতাইকারী। আমি লোকটাকে দেখিনি।
তিনি বলেন, সাথে সাথেই আমাদের লোক গাড়ি থেকে নামলো। কিন্তু ঐ ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেলো। মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি এই ঘটনা এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হলো কী যেন হয়ে গেলো।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মোবাইলটি এখনও উদ্ধার করা যায়নি। তবে পুলিশ ফোনটি খুঁজে বের করার চেষ্টা করছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network