লকডাউন বাস্তবায়নে বরিশাল কঠোর অবস্থানে র‌্যাব

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

লকডাউন বাস্তবায়নে বরিশাল কঠোর অবস্থানে র‌্যাব

চলমান কঠোর লকডাউন সফল করতে বরিশালে কঠোর অবস্থানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা। সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত চেকপোস্ট, ধারাবাহিক টহল ও অভিযানের অংশ হিসেবে সোমবার বেলা ১১ টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের সদস্যরা।

এসময় র‌্যাব-৮ এর অতিরিক্ত পরিচালক জামিল হাসান, উপ-পরিচালক মেজর মোঃ জাহাঙ্গীর আলম, মেজর মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৮ এর অতিরিক্ত পরিচালক বলেন, বরিশালে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সকল বিধিনিষেধ শতভাগ সফল করতে র‌্যাব সদস্যরা সবসময় তৎপর রয়েছেন। এধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারি বিধি নিষেধ অনুযায়ী সবাই চলাচল করবেন। সব সময় মাস্ক পরিধান করবেন। বিনাকারণে কেউ ঘরের বাহিরে বের হবেন না। সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করলে র‌্যাব সদস্যরা কঠোর হতে বাধ্য হবেন বলেও তিনি উল্লেখ করেন

সংবাদটি শেয়ার করুন