বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৫৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ হাজার ৫২৮। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৫ জন। এর মধ্যে ৪ জন বরিশাল জেলার, ১ জন ঝালকাঠির বাসিন্দা। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩১।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগে ২০ হাজার ৫২৮ জন করোনা রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৫৫ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত এই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২১৮ জন করোনা রোগী।

সংবাদটি শেয়ার করুন